মুর্শিদাবাদে পড়াশোনা উৎসব; খুদেদের স্কুলমুখো করতে অভিনব উদ্যোগ শিক্ষা দফতরের 

কোভিডে দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল। অনলাইনে পড়াশোনা হলেও  ছাত্রছাত্রীদের একটি বড় অংশ পড়াশোনার প্রায় বেশিরভাগটাই ভুলতে বসেছিল। আরও উদ্বেগজনক বিষয় হল, বিদ্যালয় বন্ধের জেরে স্কুল ছুটের সংখ্যাও বেড়েছিল। অফলাইনে পড়াশোনা শুরুর পর স্কুল ছুটদের ফেরানোই বড় চ্যালেঞ্জ ছিল। এমনকী যে ছাত্র ছাত্রীরা স্কুলে যাচ্ছে, তাদের অনেকেই রিডিং পর্যন্ত পড়তে পারছে না।  এই আবহে খুদে পড়ুয়াদের স্কুলমুখো করতে অভিনব উদ্যোগ নিলে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। 

মুর্শিদাবাদ জেলার বড়ঞা চক্রের পাঁচথুপি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পড়াশোনা উৎসব। আয়জন করেছিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে স্কুলের কচিকাচাদের নিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের মেজাজে খুদে পড়ুয়াদের রিডিং স্কিল বাড়ানো সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়। কুইজ সহ একাধিক মনোজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। স্কুল সূত্রে খবর, প্রায় ২৫০ পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরাও এই উৎসবে উপস্থিত ছিলেন। 

 

প্রাথমিক শিক্ষা সাংসদের এক কর্তার কথায়, মুর্শিদাবাদ জেলা প্রশাসনের এই উদ্যোগ পড়ুয়াদের মধ্যে ভালোই সাড়া ফেলেছে। ভবিষৎ-এ সারা রাজ্যেই পড়াশোনা উৎসব চালু করা হবে। 

Comments are closed.