আদালত যদি বলে, সকলকে চাকরি দিতে হবে, তাও প্রস্তুত রাজ্য, পুজোতে আপনারা বাড়ি ফিরে যান; আন্দোলনকারীদের কাছে আর্জি শিক্ষামন্ত্রীর
শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবারও দফায় দফায় শহরের বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। এর মধ্যেই নিয়োগ সংক্রান্ত বড়সড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সঙ্গে চাকরি প্রার্থীদের কাছে তিনি আন্দোলন প্রত্যাহারের আবেদন করেন।
মঙ্গলবার সংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু বলেন, আদালতের নির্দেশ মেনে সব রকমের পদক্ষেপ নিতে প্রস্তুত রাজ্য। আদালত যদি বলে সকলকে নিয়োগ দিতে হবে রাজ্য তাই করবে। আর যদি বলে ব্যতিক্রমিভাবে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের বাতিল করতে হবে রাজ্য তাতেও তৈরি। যদিও এর সঙ্গে তিনি এও বলেন যে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চান না কারোর চাকরি যাক।
এদিন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী শূন্যপদ সৃষ্টি করতে চেয়েছেন। এবং সেই অনুযায়ী আদালতে তথ্য জানাচ্ছে এসএসসি। মুখ্যমন্ত্রীর ইচ্ছের ওপরে ভরসা রেখে আপনারা আন্দোলন প্রত্যাহার করে নিন। বাড়ি ফিরে যান। পুজোতে পরিবারের সঙ্গে সময় কাটান।
যদিও আন্দোলনকারীদের একাংশ আন্দোলন প্রত্যাহারে রাজি নয়। তাঁদের দাবি, পুজোর আগে অন্তত নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি দিক শিক্ষা দফতর। লিখিত কোনও প্রতিশ্রুতি ছাড়া তাঁরা চাকরি প্রার্থীরা আন্দোলন প্রত্যাহার করতে রাজি নন।
Comments are closed.