হাসপাতালে গেলেই দুপুরে মাত্র ৫ টাকাতেই পাবেন ডিম, ভাত, সবজি ও চাটনি। এমন ছবি দেখা যাবে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্ত্বরে। কিছু মানুষের সাহায্যে তৈরি হয়েছে সেবা ক্যান্টিন। এই ক্যান্টিনে প্রতি বুধবার মাত্র ৫ টাকাতেই রোগীর পরিবারের সদস্যরা ডিম, ভাত ও সবজি পায়।
বীরভূম জেলার অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। দূরদুরান্ত থেকে মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন। রোগীদের পরিবারের সদস্যদের খাবারের অসুবিধা দূর করতে প্রথমে এগিয়ে আসে তরুণের আহ্বান নামে একটি ক্লাব। দুর্গামার রান্না ঘর নামে একটি ক্যান্টিন চালু হয়। প্রতি শনিবার দুপুরে এখানে খাবার পাওয়া যেত। কিন্তু সেই ক্যান্টিন করোনার কারণে বন্ধ হয়ে যায়।
এরপর শুরু হয় সেবা ক্যান্টিনের পথচলা। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে হাসপাতাল চত্ত্বরে প্রতি বুধবার রোগীর আত্মীয়দের খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে সেই ব্যবস্থা বন্ধ হয়ে যায়। কিন্তু করোনা সংক্রমিত রোগীদের বাড়ি গিয়ে খাবারের প্যাকেট দিয়ে আসা হত। প্রথমে কয়েকজন যুবক নিজেদের পকেট থেকে টাকা দিয়ে এই পরিষেবা চালু করলেও পরে এলাকার বাসিন্দারা এগিয়ে আসেন। তাঁরা সেবা ক্যান্টিনের মাধ্যমে সাহায্য করতে এগিয়ে আসেন। তবে অনেকেই এখানে বিনামূল্যে খাবার খান। আবার অনেকে বিনামূল্যে খাবার খেতে পছন্দ করেন না। তাঁদের জন্য ন্যূনতম ৫ টাকা নেওয়া হচ্ছে।
এই পরিষেবা পেয়ে খুশি রোগীর পরিজনরা। তাঁদের মতে, চিকিৎসা করাতে এসে বেশি টাকা দিয়ে হোটেলে গিয়েও এত ভালো খাবার পাওয়া যেত না। কিন্তু মাত্র ৫ টাকায় এই খাবার খেয়ে পেট ভরে যাচ্ছে। তবে রোজ এই পরিষেবা পেলে ভালো হত বলে জানিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা।
Comments are closed.