এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগ গ্রেফতার। বৃহস্পতিবার ওড়িশা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। কটকের এক হাসপাতালে আহত অবস্থায় ভর্তি ছিলেন তিনি। বুধবারই সিআইডির একটি টিম ভানু ভাগের খোঁজে ওড়িশা রওনা দিয়েছিল। সেই সঙ্গে গ্রেফতার হয়েছেন তাঁর ছেলে ও ভাইপো ইন্দ্রজিৎ বাগ।
মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে এগরার ১ ব্লকের খাদিকুল গ্রাম। একটি বেআইনি বাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। যার মালিক ছিলেন এই ভানু বাগ। প্রত্যক্ষদর্শীদের কথায়, বিস্ফোরণের পরেই দলবল নিয়ে গাড়ি করে পাশের রাজ্য ওড়িশায় গিয়ে গা ঢাকা দেন মূল অভিযুক্ত। তবে ভানু বাগও আহত ছিলেন বলেন জানায় এলাকাবাসী। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন নিহত হন।
এগরাকাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি সহ বিরোধী দলগুলো ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জানিয়ে দেন, এনআইএ তদন্তে রাজ্যের আপত্তি নেই। পাশাপাশি ঘটনার পরেই রাজ্যের তরফে সিআইডিকে তদন্তের ভার দেওয়া হয়েছে। আর ঘটনার একদিন পরেই সিআইডির জালে মূল অভিযুক্ত।
Comments are closed.