বাংলা টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়ালের নাম হল জি বাংলার ‘আমাদের এই পথ যদি না শেষ হয়।’ খুব অল্প সময়ের মধ্যেই এই সিরিয়ালটি বাঙালী দর্শকদের মন জয় করে নেয়। সম্প্রতি ধারাবাহিকের নায়ক টুকাই বাবুর প্রাণ সংশয় দেখে চিন্তিত হয়ে পড়ে দর্শকরা। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেখে ঘুম উড়ে যায় অনুরাগীদের
পরিচালক কৃশ বসু ছেড়ে দেওয়ার পর ওই ধারাবাহিকের পরিচালক হিসাবে দায়িত্ব নেন অয়ন সেনগুপ্ত। সম্প্রতিককালে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসে লিখেছিলেন ‘শেষ হলো পথ চলা’। আর এই লেখা সামনে আসতেই ঘুম উড়ে যায় নেটিজেনদের। কয়েকদিন ধরে বিভিন্ন সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার হাওয়া উঠেছে। খড়কুটো’, ‘মন ফাগুন’ এবং জি বাংলার ‘উমা’-র পর এবার শেষ হতে চলেছে উর্মি সত্যকির পথচলা।
তবে এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমের কাছে পরিচালক অয়ন সেনগুপ্ত জানিয়েছেন যে এই সিরিয়ালটি শেষ হচ্ছে না। আসলে অয়ন সেনগুপ্ত কিছুদিনের জন্য এই সিরিয়ালটি থেকে বিরতি নিচ্ছেন। কিছুদিন বিরতির পর তিনি আবার শুটিং ফ্লোরে ফিরবেন। তবে সেটা হয়তো ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে নয়। অন্য কোনো সিরিয়াল নিয়ে ফিরবেন।
কৃশ বসু ছিলেন এই ধারাবাহিকের পরিচালক। হঠাৎ করে তিনি মে মাসে এই সিরিয়ালের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তখন পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন অয়ন সেনগুপ্ত। এখন অয়ন বাবু কৃশ বাবুর মতোই ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিরিয়ালের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। বোঝাপড়ার কোনো একটা সমস্যার কারণে পরিচালক অয়ন সেনগুপ্ত নিজের মতো করে এই সিরিয়ালে কাজ করতে পারছিলেন না। তাই অবশেষে সিরিয়ালের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। তবে কোন পরিচালক এই সিরিয়ালের দায়িত্ব নেবেন তা কিন্তু এখনো জানা যায়নি।
Comments are closed.