বন্ধুরা সবাই অ্যাডমিট কার্ড পেলেও পরীক্ষার তিন দিন আগেও হাতে তা পাননি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষায় কীভাবে বসবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে প্রতিবেশীর পরামর্শে ফোনে করেন ‘এক ডাকে অভিষেক’এর হেল্প লাইন নাম্বারে। আর তাতেই সমস্যার সমাধান মিলেছে। আজ থেকে পরীক্ষায় বসতে পারছেন খড়্গপুরের ছাত্রী সোনালী মিদ্যা।
খড়্গপুরের খেলাড় গজেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সোনালী মিদ্যা। এবারে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার স্কুল থেকে বাকি পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পেলেও সোনালী তা পাননি। এদিকে পরীক্ষার বাকি আর মাত্র তিন দিন। এই অবস্থায় কী করবেন কিছু বুঝতে পারছিলেন না। তখনই এক প্রতিবেশীর পরামর্শে সোনালীর বাবা ‘এক ডাকে অভিষেক’ নাম্বারে ফোন করেন। সোনালীর কথায়, তাঁরা যোগাযোগ করার পর শুক্রবারই অভিষেক ব্যানার্জির অফিস থেকে সোনালীর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁকে জানানো হয়েছিল, প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিয়ে সোনালী যেন শনিবার বিকাশভবনে গিয়ে যোগাযোগ করেন। সেদিন অ্যাডমিট কার্ড হাতে পেয়েছেন বলে জানান সোনালী। এরকম একটি সময়ে তাঁর পাশে দাঁড়ানোর জন্যই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পদককে কৃতজ্ঞতা জানিয়েছেন সোনালী।
অ্যাডমিট কার্ড না পাওয়া প্রসঙ্গে সোনালী জানান, পরীক্ষার ফর্ম ফিলাপ করার সময় সই করেননি তিনি। সে কারণেই জটিলতা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত যে পরীক্ষা দিতে পারবেন, তার জন্য অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছে সোনালীর পরিবার।
Comments are closed.