দূষণ নিয়ন্ত্রণ সহ একাধিক কারণে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ওপর জোর বাড়াচ্ছিল রাজ্য সরকার। পেট্রোল বা ডিজেল গাড়ির বদলে যাতে বেশি সংখ্যায় বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করা যায়, তার জন্য একগুচ্ছ পদক্ষেপও করা হয়েছে। বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ক্ষেত্রে এবার বড় পদক্ষেপ নিল পরিবহন দফতর। এবার থেকে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের জন্যও বৈদ্যুতিক গাড়ি ভাড়া নেওয়ার ব্যাপারে অনুমোদন দিল পরিবহন দফতর। সম্প্রতি এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহন দফতর। যেখানে বলা হয়েছে, এবার থেকে প্রশাসনিক কর্তাব্যক্তিদের জন্য বৈদ্যুতিক গাড়ি ভাড়া নিতে হবে। প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন করে দরও ঠিক করা হয়েছে। পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বৈদ্যুতিক গাড়ির জন্য মাসে ৪৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম ১০০ কিমি’র জন্য এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। এরপর কিলোমিটার পিছু ৮ টাকা করে দেওয়া হবে।
জানা গিয়েছে, আদালতের নির্দেশ মেনে এবছর প্রায় ২০ হাজার পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি ১৫ বছর উত্তীর্ণ হয়ে যাওয়ায় বাতিল করা হয়েছে। যার ফলে নতুন গাড়ি ভাড়া নেওয়ার প্রয়োজন ছিলই। সে কারণেই পেট্রোল ডিজেল গাড়ির জায়গায় বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে জোর দিচ্ছে রাজ্যের পরিবহন দফতর।
Comments are closed.