কলকাতায় রাস্তায় ট্রাম চালানোর বিষয়কে গুরুত্ব দিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টজনদের

চিঠিতে জানানো হয়েছে, ট্রাম পরিবেশবান্ধব যান, কলকাতা এখন দূষণে ভরে গিয়েছে, এই অবস্থায় ট্রাম চালানো আরও বেশি করে দরকার

কলকাতায় রাস্তায় ট্রাম চালানোর বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলেন শহরের বিশিষ্টজনরা। চিঠিতে বলা হয়েছে, শহরের রাস্তায় ট্রাম চালানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক। বিশিষ্টজনদের অনুরোধ, ট্রাম লাইন পিচ দিয়ে ঢেকে ফেলার কাজ বন্ধ করা হোক।

 

যে কয়েকজন চিঠি পাঠিয়েছেন, সেই তালিকায় রয়েছেন, অপর্ণা সেন, সৃজিত মুখার্জি, কৌশিক সেন, গৌতম ঘোষ, রূপম ইসলাম, বনানী কক্কর, অমিত চৌধুরী, সুকান্ত চৌধুরী, অরুণ লাল সহ আরও অনেকে। চিঠিতে জানানো হয়েছে, ট্রাম পরিবেশবান্ধব যান। কলকাতা এখন দূষণে ভরে গিয়েছে। এই অবস্থায় ট্রাম চালানো আরও বেশি করে দরকার। শহরে যেসব বাসিন্দাদের আয় কম, যেমন পড়ুয়া, বয়স্ক মানুষদের জন্য ট্রাম খুবই প্রয়োজন।

 

উল্লেখ্য, বর্তমানে ধর্মতলা-গড়িয়াহাট এবং বালিগঞ্জ-টালিগঞ্জ রুটে ট্রাম চলছে। আরও দুটি নতুন রুট যুক্ত হবে, ধর্মতলা-খিদিরপুর এবং ধর্মতলা-শ্যামবাজার। এর মধ্যে ধর্মতলা-খিদিরপুর রুটটি হেরিটেজ রুট। এই রুট দিয়েই ১৯০২ সালের ২৭ মার্চ কলকাতায় প্রথম বিদ্যুৎচালিত ট্রাম পরিষেবা চালু হয়। কলকাতাই হল এশিয়ার একমাত্র  শহর যেখানে এখনও ট্রাম চলে।

Comments are closed.