প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রবিবার সকালে আটটা নাগাদ মৃত্যু হয় এরশাদের। বেশ কিছুদিন ধরেই গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরশাদের বয়েস হয়েছিল ৮৯ বছর।
১৯৩০ সালের ১ লা ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন এরশাদ। পরে তাঁর পরিবার রংপুরে চলে যায়। রংপুরেই প্রাথমিক পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি। ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এরশাদ। মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে যান তিনি। ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে এরশাদ সেনা বাহিনীর প্রধান হন। এরপর ১৯৮১ সালের মে মাসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর ১৯৮২ সালের ২৪ শে মার্চ রাষ্ট্রপতি আবদুস সাত্তারের নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করেন এরশাদ।
এরপর ১৯৮৩ সালে ১১ ই ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এরশাদ। কিন্তু স্বৈরাচার বিরোধী তীব্র গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ই ডিসেম্বর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। ১৯৯১ সালে গ্রেফতার হন এরশাদ। জেলবন্দি অবস্থাতেই ১৯৯১ এবং ১৯৯৬ জাতীয় নির্বাচনে অংশ নেন তিনি। এরপর আওয়ামি লিগের আমলে ১৯৯৭ সালে জেল থেকে মুক্তি পান এরশাদ। বাংলাদেশের চলতি জাতীয় সংসদে বিরোধী দলনেতা ছিলেন এরশাদ।
Comments are closed.