পুজোর মুখে উত্তরবঙ্গের বাসিন্দা এবং পর্যটকদের জন্য সুখবর দিল পরিবহন সংস্থা। ফের চালু হচ্ছে আলিপুরদুয়ার-কলকাতা বাস পরিষেবা। জানা গিয়েছে, প্রত্যেকদিন ভোর পাঁচটায় আলিপুরদুয়ার বাস ডিপো থেকে ধর্মতলার উদ্দেশ্যে বাসটি ছাড়বে। আবার ওই একই বাস ধর্মতলা থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবে সন্ধ্যে সাতটায়।
আগে এই রুটে বাস পরিষেবা চালু ছিল। তবে মাঝে বাসের অভাবে পরিষেবা বন্ধ হয়ে যায়। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও ছিল। অবশেষে তিন মাস বিরতির পর পুজোর মুখে ফের শুরু হচ্ছে কলকাতা-আলিপুরদুয়ার বাস পরিষেবা।
পুজোয় কলকাতা থেকে প্রচুর পর্যটক উত্তরবঙ্গে যান। ট্রেনের টিকিট কার্যত পাওয়াই যাচ্ছে না। উত্তরবঙ্গের জন্য বিশেষ ট্রেনেরও ঘোষণা করেছে রেল। পরিবহন দফতরের দাবি, সরকারি বাস পরিষেবা শুরু হলে পর্যটকদের জন্যও বিশেষ সুবিধা হবে।
NBSTC-র তরফে জানানো হয়েছে, ১২ অক্টোবর থেকে ফের আলিপুরদুয়ার-কলকাতা বাস পরিষেবা চালু হচ্ছে। সাধারণ যাত্রী এবং পর্যটকেদের কথা ভেবেই এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments are closed.