শুধু যাত্রী ওঠা-নামা করতে পারবে, ধর্মতলায় আর বাস টার্মিনান্স থাকছে না  

ধর্মতলায় বাস টার্মিনান্স রাখা যাবে না। হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল। এ নিয়ে রাজ্য সরকারও বাস মালিকদের সংগঠন সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গেই দীর্ঘদিন ধরে আলোচনা করছে। অবশেষে সোমবার একটি বৈঠকের পর পরিবহন দফতরের কর্তারা বেসরকারি বাস মালিকদের সংগঠনকে জানিয়ে দেয়, ধর্মতলায় বাস রাখা যাবে না। শুধু যাত্রী ওঠানামাই করা যাবে। সেই সঙ্গে দূরপাল্লার বাস তাঁরা কোথায় রাখতে চান তা চিঠি দিয়ে বাসমালিকদের জানাতে বলা হয়েছে।

হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে জুলাই মাস থেকেই নবান্ন বৈঠক বসেছে সব পক্ষ। বাস মালিকদের দিকটা ভেবেও বিকল্প ব্যবস্থা পথ কী হতে পারে তা খুঁজে বার করতে একটি গঠন করা হয়েছে। ওই কমিটি দেখবে যাতে দ্রুত আদালতের নির্দেশ কার্যকর করা যায়।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ধর্মতলা থেকে বাস টার্মিনান্স সরে যাওয়া নিয়ে বাস মালিকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। বিশেষ করে ধর্মতলা একটি জমজমাট জায়গা। সেখান থেকে সরে বাসগুলোতে যাত্রী সাংখ্যা কমে যাওয়ারও আশঙ্কা প্রকাশ করেছে। সব মিলিয়ে ধর্মতলার বিকল্প হিসেবে কী ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার।

 

Comments are closed.