‘ইট রাইট স্টেশন’ নামে বিশেষ সম্মান পেল এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSI এই বিশেষ সম্মান প্রদান করেছে। স্বাস্থ্য সম্মত খাবার সরবরাহকারী হিসেবে বিশেষ এই সম্মান দেওয়া হয়েছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনকে।
রেল স্টেশন হোক বা মেট্রো স্টেশন, যাত্রীরা যে খাবার কিনে খান তা স্বাস্থ্যসম্মত কিনা তার গুনগত মান ঠিক করে FSSI। প্রতিটি স্টেশনেই এই ধরণের সার্ভে চালানো হয়। তাতেই দেখা গিয়েছে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য যে খাবার পাওয়া যায়, তা স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ। যে কারণেই এসপ্ল্যানেড মেট্রোকে এই বিশেষ সম্মান।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় মেট্রো স্টেশন হিসেবে এসপ্ল্যানেড এই বিশেষ সম্মান পেয়েছে। যা নিঃসন্দেহে কলকাতা মেট্রোর কাছে একটি গর্বের বিষয়। এর আগে নয়ডা সেক্টর ৫১ মেট্রো স্টেশকে FSSI এই বিশেষ সম্মান প্রদান করেছে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের সমস্ত খাবারের দোকান, তার পরিচ্ছন্নতা, জল সরবরাহ-সহ বিভিন্ন বিষয় দেখার পর FSSI এর তরফে ‘ইট রাইট স্টেশন’ সম্মান দেওয়া হয়েছে।
Comments are closed.