করোনার মধ্যে আগের থেকে যান বাহন চলাচল অনেকটাই কমে গিয়েছে। এমনকি এই বছরে যে কদিন লকডাউন চলেছে সেই কদিন দূষণ এতোটাই কমে গেছিলো যার পার্থক্য আমরা হাতেনাতে পেয়েছি। তাই দূষণ কমাতে আগের থেকে এখন মানুষ অনেক বেশি তৎপর হয়ে উঠেছে, বলা যেতে পারে এখন থেকেই তা বজায় না রাখতে পারলে একদিন সারা দুনিয়ার লোক মারাত্মক সমস্যায় পড়বে। তাই দূষণ কমাতে ভারতে আগের থেকেই বেড়েছে ইলেকট্রিক স্কুটি বা বাইকের চাহিদা।
তাই এবার Eeve ইলেকট্রিক কোম্পানি ভারতের বাজারে আনছে তাদের নতুন দুটি ইলেক্ট্রিক স্কুটি। সম্প্রতি এই দুই স্কুটার Atrio ও Ahava লঞ্চ করা হয়েছে। এছারাও এই স্কুটি গুলি কিনলে মিলবে এক বছরের গ্যারান্টিসহ ইলেকট্রিক ব্যাটারির ৫ বছরের ওয়ারেন্টিও। বিশেষ সংযোজন হিসেবে থাকছে রিমোট লকিং, জিও ট্যাগিং, ভেইকেল লোকেশন ট্রাকিং।
ডুয়েল রেড ব্ল্যাক কালার এবং মনোটোন গ্রে এই দুই কালারেই মিলবে এই বাইক। এই স্কুটি চার্জে প্রায় ৯০-১০০ কিলোমিটার যেতে পারবে। ভারতের বাজারে এক্স শোরুমে এই স্কুটির মূল্য হচ্ছে ৫৫,৯০০ টাকা
Comments are closed.