বাবার উইল করা না থাকলেও সম্পত্তির ভাগ পাবেন মেয়েরা। এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। কিছুদিন আগেই এই রায় দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। এরপর মাদ্রাজ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়।
শুক্রবার বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দেয়, উইল করার আগে কোনও হিন্দু ব্যক্তির মৃত্যু হলে, তাঁর উপার্জন করা সম্পত্তি মৃতের অন্য আত্মীয়দের তুলনায় কন্যা সন্তান আগে পাবেন। এক্ষেত্রে মৃতের অন্য আত্মীয়দের তুলনায় কন্যা সন্তানের অধিকার আগে থাকবে সম্পত্তিতে। তবে কোনও হিন্দু মহিলা যদি উইল না করে মারা গেলে তাঁর বাপের বাড়ির তরফের সম্পত্তি পাবেন তাঁর সন্তানরা। আর শ্বশুরবাড়ির তরফে সম্পত্তির পাবেন তাঁর স্বামীর উত্তরসূরীরা।
Comments are closed.