অবাঙালি হলেও পর্দায় অসাধারণ গড়গড়িয়ে বাংলা বলে তাক লাগিয়ে দেন ‘গ্রামের রানী বীণাপাণি’র সুপারহিট অভিনেত্রী অ্যানমেরি টম! অভিনেত্রীর বাংলা শুনে মুগ্ধ হয়ে যান নেটিজেনরা
স্টার জলসার পর্দায় অনুষ্ঠিত অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘গ্রামের রানী বীণাপাণি’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অ্যানমেরি টম। নাম শুনেই বোঝা যাচ্ছে তিনি অবাঙালি। এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করছেন পরিচিত অভিনেতা হানি বাফনা। তিনি এর আগেও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।
View this post on Instagram
স্টার জলসার পর্দায় ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকে একজন প্রতিবাদী মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। ধারাবাহিকে দরিদ্র শ্রমিক ও কৃষকের জন্য লড়াই করতে দেখা গিয়েছে তাকে। তবে এই ধারাবাহিকের মাধ্যমেই অ্যানমেরির ডেবিউ ঘটেছে অভিনয় জগতে। তবে ইতিমধ্যেই দর্শকমহলে বেশ পরিচিতি পেয়েছেন এই নতুন অভিনেত্রী। হানি বাফনার সাথে তার অনস্ক্রিন রসায়ন বেশ পছন্দ দর্শকদেরও।
View this post on Instagram
ব্যারাকপুরের বাসিন্দা অ্যানমেরি টম। অভিনেত্রী জন্মসূত্রে মালায়ালি-বাঙালি। তবে অবাঙালি হয়েও অনর্গল তার বাংলা বলা রীতিমত মুগ্ধ করেছে দর্শকদের। বীণাপাণি’র চরিত্রে তার অভিনয় তাকে পরিচিতি এনে দিয়েছে দর্শকদের মাঝে। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।
View this post on Instagram
ব্যারাকপুরের সেন্ট কার্লেট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে অভিনেত্রী কলকাতায় চলে আসেন কলেজে পড়ার উদ্দেশ্যে। এরপর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করেন। পড়াশোনা শেষ করার পরেই তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন।
View this post on Instagram
অভিনেত্রী পড়াশোনা শেষ করার পর মডেলিং জগতে পা রেখেন। মডেলিং করাকালীন অভিনেত্রীকে একটি নামী জুয়েলারি সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। এরপর তিনি একটি শাড়ির বিজ্ঞাপনেও কাজ করেছিলেন। মডেলিং করতে করতেই অভিনেত্রী সুযোগ পান ধারাবাহিকে। আপাতত তিনি স্টার জলসার পর্দায় ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। এছাড়া একাধিক ফটোশুটে দেখা মেলে তার।
View this post on Instagram
Comments are closed.