অভিনয়ের সাথে অসাধারণ গান গাইতে পারে সকলের প্রিয় মিঠাই! ‘রঙ্গবতী’ গান গেয়ে মঞ্চ মাতালেন সৌমতৃষা, ভাইরাল ভিডিও
বাংলা ধারাবাহিকের জগতে এক নম্বর স্থান অধিকার করে রয়েছে জি বাংলার ‘মিঠাই’। শুরুর দিন থেকে ধারাবাহিকভাবে টিআরপির দৌড়ে এক নম্বর স্থানে রয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অর্থাৎ নায়িকা মিঠাইয়ের চরিত্রে অভিনয় করেন সৌমিতৃষা কুন্ডু।
এই চরিত্র সৌমিতৃষাকে দর্শকমহলে এক বিপুল পরিচিতি এনে দিয়েছে। এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করেন আদৃত রায়। সিদ্ধার্থ মোদকের চরিত্রে তার অভিনয়ও নজর কেড়েছে সকলেরই। অনস্ক্রিন মিঠাই ও সিদ্ধার্থের রসায়ন বেশ পছন্দ মিঠাই অনুরাগীদের।
বর্তমানে ‘মিঠাই’ ধারাবাহিক সিরিয়াল প্রেমীদের সবথেকে পছন্দের একটি ধারাবাহিক। রোজ তারা সময় করে ঠিক টেলিভিশনের পর্দার সামনে বসে পড়েন মিঠইকে দেখার জন্য। মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে সৌমিতৃষাও বিপুল জনপ্রিয় হয়েছেন সকলের মধ্যে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যা অসংখ্য। তার শেয়ার করা যে কোন ভিডিও কিংবা ছবি ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি অভিনেত্রীর একটি গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়ায়।
ধারাবাহিকে মিঠাই ভালোই গান করেন। এবার রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও গান গাইতে শোনা গেল পর্দার মিঠাইকে। টালিউডের জনপ্রিয় ছবি ‘গোত্র’র হিট গান ‘রঙ্গবতী’ গাইতে শোনা গেল মিঠাইকে। দর্শকদের অনুরোধেই গান গাইলেন অভিনেত্রী। সম্ভবত কোন এক পুজো কমিটি দ্বারা আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উঠে গান গাইতে শোনা গিয়েছে সৌমিতৃষা কুন্ডুকে। সম্প্রতি তার সেই গান গাওয়ার ভিডিওটি নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। ভিডিওটি পছন্দ করেছেন তার অনুরাগীরাও। ভিডিওটি অভিনেত্রীর একটি ফ্যান পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। যা শেয়ার করার পরেই ভাইরাল হয় অভিনেত্রীর অসংখ্য অনুরাগীদের মধ্যে।
View this post on Instagram
Comments are closed.