তৃণমূলের প্রাক্তন সাংসদ কেডি সিংহ চিটফান্ড কাণ্ডে গ্রেফতার
মুকুল রায় কেন গ্রেফতার নন? প্রশ্ন কুণাল ঘোষের
চিটফান্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের হাতে গ্রেফতার হলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা চিটফান্ড অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিংহ। বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল কেডি সিংহকে। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পাওয়ার পর তাঁকে হেফাজতে নেয় ইডি।
অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তোলা হয়েছিল। শুধু পশ্চিমবঙ্গই নয় বিহার, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে মানুষকে বেশি লাভের লোভ দেখিয়ে টাকা লুটেছে বলে অভিযোগ। সেই সূত্রেই মঙ্গলবারের পর বুধবারও কেডি সিংহকে ডেকে পাঠায় ইডি। ইডি সূত্রে দাবি, বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছিল। সেই সম্পর্কে আরও তথ্য জানতে তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে মনে করেছে ইডি। জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান কেডি সিংহ। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর, বুধবারই কেডি সিংহকে আদালতে পেশ করা হবে।
Comments are closed.