ইউরোপ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুবছর পর বিদেশ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিন দিনের ইউরোপ সফরে তিনটি দেশে যাবেন তিনি। প্রথমে তিনি যান জার্মানিতে। সোমবারই তিনি জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছান। এরপর একটি টুইট করেন মোদী। কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, বার্লিনে এখন ভোর হয়েছে। এটা দেখে খুব ভালো লাগল যে প্রবাসী ভারতীয়রা আমকে সম্বর্ধনা জানাতে এসেছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। ভারত সেইসব প্রবাসীদের কৃতিত্বের জন্য গর্বিত।
সেখানে মোদীকে খুদেদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। তিনি সৌজন্য বিনিময় করেন মহিলাদের সঙ্গে। আবার কাউকে অটোগ্রাফ দেন।
সোমবার বার্লিনে পোঁছে আরেকটি টুইট করেন মোদী। সেখানে লেখেন, এদিন তিনি জার্মানিতে চ্যান্সেলার ওলাফ স্কোলজের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়াও দুদেশের বাণিজ্যিক আধিকারিকদের একটি গোলটেবিল বৈঠকে তিনি অংশ নেবেন। এই সফর ভারত ও জার্মানির সম্পর্ক আরও মসৃন করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী মোদী।
জার্মানি থেকে ৩ মে ডেনমার্ক যাবেন মোদী। ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনে একটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি। ওই বৈঠকে ডেনমার্ক ছাড়াও ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং আইসল্যান্ডের প্রতিনিধিরা থাকবেন।
৪মে প্রধানমন্ত্রী যাবেন ফ্রান্সে। সেখানে প্রেসিডেন্ট এমানুয়েল মাকরের সঙ্গে একটি বৈঠক করবেন। সদ্য পুননির্বাচিত হয়ে ফের প্রেসিডেন্ট হয়েছেন এমানুয়েল মাকরে। তখন তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
Comments are closed.