#মানুষের_টাকায়_মানুষের_কাজ , ফেসবুক পোস্ট করে সাংসদ তহবিলের টাকার খতিয়ান দিলেন বাবুল সুপ্রিয়

তৃণমূলে যোগ দেওয়ার পর আসানসোলের মানুষের উদ্দেশ্যে ফেসবুক পোস্ট করলেন বাবুল সুপ্রিয়। তিনি জানালেন আসানসোলের বিভিন্ন অঞ্চল থেকে যে অনুরোধগুলি এসেছিল, সেইমত এবছরের MPLAD এর বাৎসরিক 5 কোটি টাকার মধ্যে যে টুক বাকি ছিল, সেই দুকোটি কুড়ি লক্ষ টাকার কাজ (Rs.2,2,000,000) আজ মঞ্জুর করলাম। তিনকোটি অষ্টআশি লক্ষ টাকার কাজ আমি প্রায় দু বছর বন্ধ থাকা পর যখন নতুন করে MPLAD -এর কাজ শুরু হয়েছিল, তখনই দিয়েছিলাম | অর্থাৎ আগামী বছর মার্চ মাস অবধি যে পাঁচ কোটি টাকা পাওয়া যায়, তার পুরোটাই আসানসোলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিভিন্ন উন্নয়মূলক কাজের জন্য মঞ্জুর করলাম | আশা করি জেলা প্রশাসক এই কাজগুলি বিভিন্ন Executing Agency, (Asansol Municipal Corporation ADDA ইত্যাদি) কে দিয়ে দ্রুত সুসম্পন্ন করবেন | আমি ব্যক্তিগতভাবেও ওনার সাথে এব্যাপারে কথা বলে নেব | 🙏
#মানুষের_টাকায়_মানুষের_কাজ |

তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপি অভিযোগ করে বলেছিল আসানসোলের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বাবুল সুপ্রিয়। এবার আসানসোলের মানুষদের জন্য ফেসবুক পোস্ট করে বাবুল সুপ্রিয় বলেন, যেখানেই থাকিনা কেন, আসানসোল আমার জন্য সবসময়ই ভীষণ special & ভালোবাসার জায়গা হিসেবে রয়ে যাবে | সর্বদাই আসানসোলের জন্য, যতটা করতে পারি, তার থেকে বেশিই করে যাবো 🙏❤️
#Always4Asansol

তৃণমূলে যোগ দেওয়ার বাবুল জানিয়েছিলে, তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। সেইমত দিল্লিতে গিয়েছেন সদ্য তৃণমূলে যোগদানকারী বাবুল সুপ্রিয়। লোকসভার স্পিকার সময় দিলেই ইস্তফা দেবেন তিনি।

Comments are closed.