কোন খবর ছাড়াই বদলে দেওয়া হল রূপকথার গল্প ‘বিক্রম বেতাল’ ধারাবাহিকের প্রধান সম্প্রচারিত সময়, কোন স্লটে পাঠানো হলো ধারাবাহিককে জেনে নিন
বর্তমানে টেলিভিশনের পর্দায় রূপকথা নিয়ে একমাত্র ধারাবাহিক হলো ‘বিক্রম বেতাল’। মাত্র কয়েক মাস হল এই ধারাবাহিক শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। গত সেপ্টেম্বরে এই ধারাবাহিকের প্রথম পর্ব দেখানো হয়েছিল। তবে দেড় মাস যেতে না যেতেই ধারাবাহিকের সম্প্রচারের সময় বদলে দেওয়া হল। তাও আবার কোনরকম খবর ছাড়াই। রূপকথার গল্পের মুখ্য চরিত্রে দেখা গিয়েছে জয় মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় এবং অদ্রিজা রায় কে। তবে এই ধারাবাহিকের জনপ্রিয়তা খুব একটা ছিল না। তাই টিআরপি রেটিং একেবারে কম ছিল বরাবর।
চলতি সপ্তাহে এই ধারাবাহিকের টিআরপি নম্বর ছিল ১.১। তাই বাধ্য হয়েই বিকালের স্লট থেকে সরিয়ে এই ধারাবাহিক অন্য স্লটে নিয়ে যাওয়া হচ্ছে। বিক্রম বেতাল সাধারণত রূপকথার গল্প আর এই রূপকথার গল্পের মেন অডিয়েন্স হলো ছোটরা। ছোটদের আকর্ষণ করায় এই ধারাবাহিকের মূল লক্ষ্য। যার কারণে এই ধারাবাহিক বিকেলের থেকে সরিয়ে বেলা ১১:৩০ এর স্লটে নিয়ে যাওয়া হলো। গত ১৮ অক্টোবর থেকে বদলে দেয়া হয়েছে বিক্রম বেতালের সময় সেই সময় দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহীকে রিপিট টেলিকাস্ট।
কিংবদন্তি বেতাল পঞ্চবিংশতি অবলম্বনে তৈরি এই রূপকথায় সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছিল গত ৫ই সেপ্টেম্বর থেকে। রাজা বিক্রম আর পেতপুরীর পিশাচ বেতালের রসায়ন দর্শকদের মন জয় করতে এখনও সফল হয়নি। প্রসঙ্গত, সুরিন্দর ফিল্মসের এই শো-এর শ্যুটিং প্রায় দু-বছর আগেই হয়ে গিয়েছে। শুরুতে এটি সান বাংলায় সম্প্রচারিত হওয়ার কথা ছিল। তবে মাঝপথে আটকে যায় সেই প্রোজেক্ট। পরবর্তীতে স্টার জলসায় দেখানো হচ্ছে এটি। এই সিরিয়ালে দেখা মিলেছে প্রয়াত অভিনেত্রী পল্লবী দে-রও। জীবদ্দশায় ‘বিক্রম বেতাল’-এর বেশকিছু এপিসোডের শ্যুটিং করেছিলেন অভিনেত্রী।
Comments are closed.