সোমবার রাতে নীলবাতি লাগানো গাড়ি সমেত সনাতন রায়চৌধুরী নামে এক আইনজীবীকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। অভিযোগ, ধৃত নিজেকে সিবিআইয়ের আইনজীবী হিসেবে পরিচয় দিতেন।
এবার প্রতারণায় অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হল বিজেপির পদ্মছাপ কার্ড। কার্ডে নয়াদিল্লির ১১ অশোক রোডে বিজেপির সদর দফতরের ঠিকানা লেখা। রয়েছে পদ্ম ফুলের ছাপ। কার্ডে লেখা এগজিকিউটিভ মেম্বার, ন্যাশনাল হিউম্যান রাইটস সেল। উদ্ধার হয়েছে বিজেপির প্রাথমিক সদস্যপদের রশিদও। এগুলোও ভুয়ো কিনা খতিয়ে দেখছে পুলিশ।
দেবাঞ্জন কাণ্ডের পরেই সনাতন রায়চৌধুরী নিজের ফেসবুক পোস্টে প্রতারণা থেকে সাবধান হওয়ার কথা বলে পোস্ট দিয়েছিলেন। সোমবার গড়িয়াহাট এলাকায় ১০ কোটি টাকা মূল্যের একটি সম্পত্তি দখল করতে এসেছিল সে। সন্দেহের বশে ঘটনাস্থলে যায় পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয় তাঁকে।
পুলিশ জানিয়েছে, আদতে বরানগরের বাসিন্দা সনাতন রায়চৌধুরী কলকাতা হাইকোর্টের আইনজীবী। কিন্তু তিনি নিজেকে রাজ্য সরকার ও সিবিআইয়ের কৌঁসুলি পরিচয় দিতেন। গড়িয়াহাট থানা এলাকায় জমি বাড়ি বিক্রির সঙ্গে যুক্ত ছিল। নীলবাতি
লাগানো গাড়িতে সিবিআই স্টিকার লাগিয়ে রাখা হত।
একই ব্যক্তির সঙ্গে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের ছবি পাওয়া গিয়েছে। যদিও দিলীপ ঘোষ দায় চাপিয়েছেন রাজ্য সরকারের ঘাড়েই। তাঁর দাবি আমাদের পার্টিতে মিসড কল দিয়ে সদস্য হওয়ার চল রয়েছে। প্রতারকও তেমন কিছু করে থাকতে পারেন। এর দায় দলের না, জানান বিজেপির রাজ্য সভাপতি।
Comments are closed.