কসবা থেকে গ্রেফতার ভুয়ো আইএএস অফিসার। ধৃতের নাম দেবাঞ্জন দেব। ভুয়ো আইএএস অফিসার আইডি কার্ড ও গাড়িতে সরকারের বোর্ড লাগিয়ে ঘুরত। ভুয়ো পরিচয়পত্র কাজে লাগিয়ে অনেকের কাছে অনেকের থেকে টাকাও হাতিয়েছেন তিনি বলে অভিযোগ।
নিজেকে পুরসভার জয়েন্ট কমিশনার হিসেবে পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ক্যাম্প চালান তিনি। টিকা নিয়েছেন যাঁরা, তাঁদের অভিযোগ টিকা নিলেও সার্টিফিকেট পাননি। দেখা যায় এরকম কোনও শিবিরের অনুমতি পুরসভা দেয়নি।
এরপরেই বিষয়টি পুলিশে জানান কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুশান্ত ঘোষ। পুলিশ অভিযোগ পেয়ে দেবাঞ্জন দেবের মাদুরদহের বাড়িতে তল্লাশি শুরু করে। কসবায় তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় বহু ভুয়ো আইডি। তাঁর গাড়ি থেকে উদ্ধার হয় বিভিন্ন সরকারি স্টিকার।
আর কার সঙ্গে প্রতারণা করেছেন, সেই তালিকা তৈরি করেছে পুলিশ। এই চক্রে আর কে কে জড়িত, তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments are closed.