ভুয়ো আইএএস অফিসার সেজে ভ্যাকসিন জালিয়াতি কাণ্ডে নয়া মোড়। জানা গেছে শুধুমাত্র কসবাতেই নয়, দেবাঞ্জন দেব উত্তর কলকাতার সিটি কলেজেও ১৮ জুন ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিল। জেরায় নিজেই জানিয়েছে সে। সেখানে শতাধিক মানুষ ভ্যাকসিন নেয়।
এরপর দক্ষিণ কলকাতার কসবায় ভ্যাকসিনেশন ক্যাম্প করার পরিকল্পনা করে সে। অন্যদিকে ধৃতের কাছে বাজেয়াপ্ত ভ্যাকসিনগুলো ইতিমধ্যেই পরীক্ষা করে দেখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আর কোন জায়গায় ভ্যাকসিনেশন ক্যাম্প হয়েছিল, কেনই বা সে ভ্যাকসিনেশন ক্যাম্প করার উদ্যোগ নেয়, এছাড়া ভ্যাকসিন ক্যাম্প করার টাকা কোথা থেকে আসত, তা জানতে জেরা করা হচ্ছে দেবাঞ্জনকে।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর সিটি কলেজের তরফে যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে।
বুধবারই আর্মহারস্ট্রীট থানার ওসি সিটি কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করে। জানা যায়, কলেজ ইউনিয়ান যোগাযোগ করে ভুয়ো অফিসার দেবাঞ্জন দেবের সঙ্গে। কলেজের প্রিন্সিপালের দাবি কর্পোরেশনের ব্যবহার করা নোটপ্যাডে তিনি যাবতীয় তথ্য দেন। বুধবার কসবার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের খবর জানাজানি হতেই টনক নড়ে সিটি কলেজ কর্তৃপক্ষের।
Comments are closed.