“No vote to BJP”, নন্দীগ্রামে প্রচারে যাচ্ছেন কৃষক নেতা রাকেশ তিকাইত
শনিবারই নন্দীগ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করেন তিনি।
একুশের বিধানসভা নির্বাচনের কুরুক্ষেত্র এবার নন্দীগ্রাম। একদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অন্যদিকে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, নন্দীগ্রামের মাটিতে উভয়পক্ষের প্রচার সুর ততই চড়া হচ্ছে। ঠিক সেই সময় কলকাতায়, “No vote to BJP” বার্তা নিয়ে বাংলায় আসলেন কৃষক নেতা রাকেশ তিকাইত।
কলকাতায় শুধু নয়। শনিবারই নন্দীগ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে মহাপঞ্চায়েতের অনুষ্ঠান আয়োজন করেছে কৃষকেরা। এরপর যাবেন সিঙ্গুরে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাকেশ তিকাইত জানান, তিনি কৃষকদের পাশে রয়েছেন। এখনকার কৃষকদের কী অবস্থান! সে বিষয়ে নন্দীগ্রামের মানুষদের কাছে জানতে চাইবেন তিনি। তবে কোন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করার কথা নেই তাঁর।
কেন্দ্রের তিন কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলন ১০০ দিন পেরিয়েছে। মূলত পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেই এই আন্দোলন সীমাবদ্ধ ছিল। এবার গোটা দেশে সেই আন্দোলন ছড়িয়ে দিতে চাইছেন কৃষক নেতা রাকেশ তিকাইত। অন্যদিকে, ২৬ মার্চ কৃষক আন্দোলনের চার মাস পূর্ণ হওয়ার উপলক্ষ্যে ওই দিন ভারত বন্ধের ডাক দিয়েছে কৃষক নেতারা।
Comments are closed.