কালী পুজোয় সুপার সাইক্লোনের আশঙ্কা! ২০০ – ২৫০ কিমি বেগে ধেয়ে আসতে পারে সাইক্লোন ‘সিত্রাং’

দুর্গাপুজোর পর কালীপুজো। কালীপুজোর সময় বৃষ্টি হতে পারে বলে বার্তা দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। অক্টোবর মাসে জোড়া ঘূর্ণাবর্ত ইঙ্গিত দিয়েছিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে চলতি মাসে দুটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানা গিয়েছিল।

এবার জানা গেল ১৭ থেকে ১৮ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে সুপার সাইক্লোন। ২০০ থেকে ২৫০ কিমি বেগে ধেয়ে আসতে পারে সাইক্লোন সিত্রাং। এর জেরে ১৮ থেকে ১৯ অক্টোবরের মধ্যে ভারতের একাধিক উপকূলবর্তী রাজ্যকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হতে পারে।

মার্কিন গবেষণা সংস্থা এমন আশঙ্কার কথা শোনালেও এই বিষয়ে এখনই কোনও সতর্কতা জারি করেনি দিল্লির মৌসম ভবন। গত কয়েকদিন বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে সিকিম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আটটি জেলাতেই বলে জানিয়েছে আইএমডি। পাশাপাশি কলকাতা সহ হাওড়া, হুগলী, বীরভূম, পুরুলিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আইএমডি। এরমধ্যেই সাইক্লোনের আশঙ্কার কথা শোনা গেল। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে সাইক্লোনের প্রভাবে উপকূলীয় এলাকায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এবার এই সাইক্লোনের নাম সিত্রাং দিয়েছে থাইল্যান্ড।

Comments are closed.