পেলের মৃত্যুতে চলতি সপ্তাহ জুড়ে অভিনব শ্রদ্ধাজ্ঞাপন ফিফার

২৯ ডিসেম্বর প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট পেলে। পেলেকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ নিয়েছে ফিফা। ফিফার তরফে জানানো হয়েছে, এই সপ্তাহে প্রত্যেক ম্যাচের শুরুতে ১ মিনিটের নীরবতা পালন করা হবে। বিশ্বের সব টুর্নামেন্টের আয়োজকদের এই কথা জানানো হয়েছে ফিফার তরফে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে পালন করা হচ্ছে ৭ দিনের শোকদিবস। ফেডারেশনের পতাকাও অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য, পেলে আর মারাদোনার মধ্যে কে সেরা এই নিয়ে দ্বন্দ্ব চিরকালের। কিন্তু মারাদোনার মৃত্যুর পর টুইট করেছিলেন পেলে। সেখানে লিখেছিলেন, আবার একসঙ্গে স্বর্গে ফুটবল খেলবো। পেলের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নানান ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি খেলার মাঠের বাইরে মারাদোনা স্বাগত জানাচ্ছেন পেলেকে। অন্যদিকে আর্জেন্টিনা এই বছর বিশ্বকাপ পাওয়ার পর পেলে লিখেছিলেন, দিয়েগো আজ নিশ্চয়ই খুব হাসছে।

Comments are closed.