সম্প্রতি বিশ্বকাপ শেষ হয়েছে। মেসি,এমবাপে, নেইমার ভক্তদের ‘লড়াই’য়ে জমজমাট ছিল কাতার বিশ্বকাপ। তবে ফের একবার সেরার দৌড়ের লড়াইয়ে লিও, কিলিয়ান, নেইরমার জুনিয়ররা। ২০২২-এর ফিফার সম্ভব্য বর্ষসেরা প্লেয়ারের তালিকা প্রকাশ করল ফিফা। যাতে ১৪ জন ফুটবলারের নাম রয়েছে। তার মধ্যে থেকেই এক জনকে বেছে নেবে ফিফা।
১৪ জনের ওই তালিকায় মেসি, এমবাপে, নেইমার ছাড়াও রয়েছেন রবার্ট লেওনডস্কি, করিম বেঞ্জিমাদের নাম। তবে ওই ১৪ জনের তালিকায় নাম নেই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। অনেকের মতেই যদি কাতার বিশ্বকাপের নিরিখে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের নাম নির্বাচন করে তাহলে মেসি কিংবা এমবাপে অনেকটাই এগিয়ে রয়েছে। বিশ্বকাপে প্রায় প্রত্যেকটা ম্যাচেই সেরা ছন্দে ছিলেন মেসি। গোল করা থেকে শুরু করে গোল করানো। মেসি ম্যাজিকের স্বাক্ষী থেকেছে ফুটবল বিশ্ব। একই জায়গায় কিলিয়ান এমবাপেও। বিশ্বকাপ ট্রফি হাত ছাড়া হলেও অন্যান্য ম্যাচ তো বটেই ফাইনালেও হ্যাট্রিক করেছেন পিএসজি তারকা। বেস্ট স্কোরার হিসেবে মেসিকে পিছনে ফেলে দিয়ে গোল্ডেন বুটও জিতেছেন। সব মিলিয়ে এমবাপেও ফিফার বর্ষসেরা খেতাব জয়ের জন্য অনেকটাই এগিয়ে। ফলে, ফের একবার মেসি, এমবাপে লড়াইয়ে কার্যত দুভাগে ভাগ হতে চলেছে অসংখ্য ফুটবল অনুরাগী।
Comments are closed.