আজ তৃণমূলে যোগ দেবেন টলিউডের ২ তারকা! তাঁরা কারা জল্পনা তুঙ্গে
মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে তাঁরা তৃণমূলে যোগ দেবেন
ভোটের মুখে রাজ্যে দলবদল এবং যোগদান পর্ব অব্যাহত। তৃণমূল এবং বিজেপি দু’দলেই প্রায় প্রতিদিনই যোগ দিচ্ছেন কেউ না কেউ। সূত্রের খবর, আজ শুক্রবার টলিউডের তারকা তথা চলচ্চিত্র জগতের দুই বিশিষ্ট ব্যক্তি তৃণমূলে যোগ দেবেন। মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে তাঁরা তৃণমূলে যোগ দেবেন বলে জানা যাচ্ছে।
গত কয়েক মাসে শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি সহ তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। আরও কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে শীঘ্রই যোগ দিতে পারেন বলে খবর। চুপ করে বসে নেই রাজ্যের শাসক দলও। সমাজের বিভিন্ন ক্ষেত্রের একাধিক বিশিষ্ট ব্যক্তি সম্প্রতি যোগ দিয়েছেন তৃণমূলে। তার মধ্যে নাট্য জগতের অনেক মানুষও আছেন।
সূত্রের খবর, আজ টলিউডের দুই পরিচিত তারকা শাসক দলে যোগ দিচ্ছেন। দুপুরেই হবে এই যোগদান পর্ব। তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন, মমতা ব্যানার্জির কাজে উৎসাহিত্য হয়েই আরও বহু মানুষ তৃণমূলের সঙ্গে যুক্ত হবেন।
Comments are closed.