রেড রোডে কার্নিভাল, কোন রাস্তা বন্ধ, কোথায় গাড়ি পার্কিং করা যাবে না, মেট্রোতে কীভাবে আসবেন, জেনে নিন
বিসর্জনের পর পুজোর আনন্দে উপভোগ করতে মরিয়া কলকাতাবাসী। করোনা আতঙ্ক কাটিয়ে ফের রেড রোড সেজে উঠবে পুজো কার্নিভালে। কলকাতার পাশাপাশি এই বছর কার্নিভাল হয়েছে বিভিন্ন জেলাতেও। শনিবার সেজে উঠবে কার্নিভালের জন্য সেজে উঠবে রেড রোড। বন্ধ থাকবে কলকাতার একাধিক রাস্তা।
কিন্তু কোন রাস্তায় গেলে কার্নিভাল দেখা যাবে বা কোন রাস্তায় বন্ধ থাকবে। বিশেষ নির্দেশিকা দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে শুক্রবার রাত ১২ টা থেকে বন্ধ করে দেওয়া হবে রেড রোড। শনিবার সকাল ৯ টা পর্যন্ত বন্ধ থাকার পর ওইদিন দুপুর ২ টো থেকে শুরু কার্নিভাল। শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড। শনিবার দুপুর থেকে বন্ধ থাকবে লাভার্স লেন। বন্ধ থাকবে কুইন্স ওয়ে। পলাশী গেট রোডও বন্ধ থাকবে। ধর্মতলা বন্ধ থাকবে। দুপুর ২ টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস মোড় থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ রাখা হবে।
কার্নিভালের জন্য শহরের একাধিক জায়গায় গাড়ি রাখা যাবে না। রানি রাসমণি এভিনিউ এবং ধর্মতলার মধ্যে গাড়ি রাখা যাবে না। চৌরঙ্গি রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্স ওয়ে, মেয়ো রোড, স্ট্রান্ড রোডে পার্কিং বন্ধ থাকবে। হেয়ার স্ট্রিট, বেন্টিংক রোড ও আর এন মুখার্জি রোডে গাড়ি রাখা যাবে না। যাঁরা পায়ে হেঁটে বা মেট্রোতে কার্নিভাল দেখতে যেতে চান, তাঁরা ধর্মতলা বা পার্ক স্ট্রিটে নেমে পায়ে হেঁটে রেড রোডে পৌঁছাতে পারেন।
Comments are closed.