ডেঙ্গি দমন অভিযানে ফিরহাদ হাকিম, নিজের হাতে করলেন জঞ্জাল পরিষ্কার

ডেঙ্গি দমনে এবার মাঠে নামলেন খোদ মেয়র তথা পুরমন্ত্রী। চেতলায় নিজের ওয়ার্ডে ডেঙ্গি দমন অভিযানে নামেন ফিরহাদ হাকিম। বুধবার সকালে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ডেঙ্গি দমন করার জন্য অভিযান শুরু করেন তিনি। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এদিন পুরমন্ত্রী অর্থাৎ মেয়র ফিরহাদ হাকিম নিজের হাতে জঞ্জাল পরিষ্কারও করেন।

এদিন নিজের মেয়েকে সঙ্গে নিয়ে সকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির সামনে হয়ে নিজের এলাকায় পায়ে হেঁটে প্রচার চালান তিনি। সঙ্গে ছিলেন ৭৩ নং ওয়ার্ডের পুর প্রতিনিধি কাজরী ব্যানার্জি।

পুরসভা নোটিশ দেওয়ার পরেও কেন নির্মীয়মাণ বহুতলে জল জমে থাকছে, সেই বিষয়ে খোঁজ খবর নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেন মন্ত্রী। মিছিল করে বিভিন্ন এলাকা পরিক্রমা করার পাশাপাশি এদিন মাইকেও প্রচার চলে।

অন্যদিকে বুধবার শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরও একজনের। বাগুইহাটির বাসিন্দা ৮ বছরের এক বালিকার মৃত্যু হয় ডেঙ্গিতে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৭১ হাজার পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই কলকাতায় ডেঙ্গি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে নবান্ন।

Comments are closed.