শুভেন্দু অধিকারী এখন ‘ক্লোজড চ্যাপ্টার’ তৃণমূলের কাছে। এই অবস্থায় হলদিয়া পুরসভার কাউন্সিলরদের জরুরি তলব পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। মঙ্গলবার হলদিয়ার পুরপ্রধান-সহ কাউন্সিলররা কলকাতায় তৃণমূল ভবনে এসে বৈঠক করবেন ফিরহাদ হাকিমের সঙ্গে।
রাজনৈতিক মহলের মত, হলদিয়ার কাউন্সিলারদের গতিবিধি নজরে রাখতে এই পদক্ষেপ। কারণ, কিছুদিন আগে হলদিয়ায় সুজিত বসু এবং রাজীব ব্যানার্জির সভায় হলদিয়ার পুরপ্রধান শ্যামল আদক সহ বেশ কয়েকজন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। হলদিয়ার পুরপ্রধান ও অন্যান্য কাউন্সিলর যেহেতু শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত তাই চিন্তা বাড়ে তৃণমূলের অন্দরে। সূত্রের খবর, রবিবার রাতে হলদিয়ার দুর্গাচকে পুরপ্রধান সহ একাধিক কাউন্সিলরকে নিয়ে বৈঠক করেন শুভেন্দু। এই অবস্থায় কাউন্সিলর পদ বাঁচিয়ে ওই শুভেন্দু অনুগামীরা দলে থাকবেন কিনা সেটাই প্রশ্ন। তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, হলদিয়া পুরসভার একাধিক কাউন্সিলর বকলমে ঠিকাদারির সঙ্গে যুক্ত। ক্ষমতায় না থাকলে তাদের অর্থের সংস্থান হবে না। তাই আপাতত তৃণমূলের সঙ্গে থাকাটাই শ্রেয় বলে মনে করছে তাঁরা। এদিকে ওই কাউন্সিলরদের গতিবিধির উপরে নজর রাখতে তৃণমূলের লোকজনদের মধ্যে ছড়িয়ে রয়েছেন তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা। তাদের মাধ্যমে খবর সংগ্রহ করা হচ্ছে। এই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তৃণমূল ভবনে হলদিয়ার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
Comments are closed.