শহরে উদ্বোধন হল পরিবেশবান্ধব সিএনজি বাস। সোমবার নিজে বাস চালিয়ে এর উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। কসবার পরিবহণ ভবনের সামনে একটি ডিপোতে সিএনজি বাসের উদ্বোধন হয়। এর অনেকটা রাস্তা নিজে বাস চালিয়ে যান মন্ত্ৰী ফিরহাদ হাকিম। এদিন পথ চলতি মানুষ ফিরহাদ হাকিমকে বাস চালাতে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়েন।
পরিবহনমন্ত্রীর কথায়, কলকাতাকে আরও সুন্দর আর সবুজ করে তুলতে ইলেকট্রিক বাসের উপর বেশি নজর দেওয়া হচ্ছে। এখন সিএনজি বাসকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও পেট্রোল ও ডিজেলের দামবৃদ্ধির ফলে বাস মালিকরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। ২১ জুন সিএনজি বাস নিয়ে কসবা পরিবহন ভবনে রাজ্যের সঙ্গে বেঙ্গল গ্যাস কোম্পানির চুক্তি হয়েছিল। এরপর সোমবার থেকে চালু হল এই বাস।
জানা গেছে, আগামী দিনে কলকাতার বহু বাস রুটে সিএনজি পাম্প তৈরি হবে। এই পাম্পগুলি থেকেই বাসে গ্যাস ভরতে পারবেন বাসচালকরা।
Comments are closed.