নারদ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন ফিরহাদ হাকিম। সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ফিরহাদের চেতলার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। মন্ত্রী জানিয়েছেন, তাঁকে নারদা মামলায় গ্রেফতার করেছে সিবিআই। আদালতে মোকাবিলা করা হবে।
ফিরহাদকে বাড়ি থেকে বের করার সময় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানান তৃণমূল কর্মীরা। ফিরহাদ নিজে তাদের নিরস্ত করেন।
সিবিআই সূত্রে খবর, ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হয়নি।
সূত্রের খবর, মদন মিত্র, সুব্রত মুখার্জি, শোভন চ্যাটার্জি এবং ফিরহাদ হাকিমের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে সিবিআই। তাই তাঁদের নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে।
Comments are closed.