অবহেলিত দিলীপ ঘোষ! ব্যক্তিগতভাবে এমনই মনে করেন রাজ্যের মন্ত্ৰী ফিরহাদ হাকিম। মোদীর নতুন মন্ত্রিসভায় বাংলা থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন ৪ জন। সেই তালিকায় নাম নেই দিলীপ ঘোষের।
এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, এটা ওঁদের দলের ব্যাপার। তারপরই ফিরাদের গলায় সহানুভূতির সুর। বলেন, দিলীপদার জন্য সত্যি দুঃখ হয়। বিজেপি আজ যেখানে দাঁড়িয়ে আছে, তার পিছনে দিলীপ দার অবদান অনেকটা। একা লড়াই করেছেন। আজ তিনি অবহেলিত। এরপরেই তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত মতামত, দলের তরফে কিছু বলছি না।
এরআগে ২০১৯ সালে কেন্দ্রে দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর কানাঘুষো শোনা যাচ্ছিল, পূর্ণমন্ত্রী হতে পারেন দিলীপ ঘোষ। কিন্তু তা বাস্তবে হয়নি।
চলতি বছর ডিসেম্বরে শেষ হচ্ছে দিলীপের রাজ্য সভাপতি পদের মেয়াদ। সেই কারণে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে বলে ফের জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু জানা যায় কেন্দ্রীয় মন্ত্ৰী হচ্ছেন না দিলীপ ঘোষ। বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যাচ্ছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা।
Comments are closed.