কলকাতায় প্রথম করোনা, ইংল্যান্ড ফেরত যুবকের দেহে মিলল জীবানু, ভর্তি বেলেঘাটা আই ডিতে, বাবা-মা কোয়রেন্টিনে
কলকাতায় প্রথম করোনা আক্রান্ত। সম্প্রতি ইংল্যান্ড ফেরত এক তরুণের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই যুবক। তাঁর বাবা ও মাকেও কোয়রেন্টিনে রাখা হয়েছে।
এতদিন করোনা সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে বেশ কয়েকজন ভর্তি হলেও কারও শরীরে কোভিড-১৯ পজিটিভ মেলেনি।
জানা গিয়েছে, গত ১৫ মার্চ ওই যুবক ইংল্যান্ড থেকে ফিরেছিলেন। এরপরই জানা যায়, ওই ব্যক্তি ইংল্যান্ডে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। সেই পার্টিতে থাকা ৪ জনের শরীরে মেলে করোনাভাইরাস। যদিও ভারতে ফেরার পর ওই যুবকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মতো কোনও উপসর্গ ছিল না। কিন্তু শুধুমাত্র ইংল্যান্ড থেকে ফেরার কারণেই তাঁকে সোমবার বাড়িতেই কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। সেখান থেকে তাঁর নমুনা সংগ্রহ করেই পাঠানো হয়েছিল বেলেঘাটা আইডিতে।
সেই রিপোর্টে যুবকের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। এরপরই ইংল্যান্ড থেকে আসার পর ওই যুবক যাঁদের সংস্পর্শে গিয়েছেন, তাঁদের মধ্যে, বিশেষত তাঁর মা-বাবা ও গাড়ির চালককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে।
Comments are closed.