পুজোর আগে দুর্যোগের মুখে বাংলা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সর্বত্র বন্যা পরিস্থিতি। যদিও উত্তরবঙ্গে বিপর্যয় অধিক। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ অভিমুখ বদলে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফিরছে। যার ফলে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ অবস্থান করছে। এর ফলে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অপরদিকে লাগাতার জল ছাড়ছে ডিভিসি। যার জেরে একাধিক জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই হুগলির খানাকুলের একাধিক গ্রাম প্লাবিত। বাকি ৬ টি জেলাতেও বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। ডিভিসি আরও জল ছাড়লে পরিস্থিতি কী হবে তা নিয়ে চিন্তায় নবান্ন।
এদিকে ব্লকে ব্লকে হেল্প লাইন নাম্বর খোলা হয়েছে। নবান্নের তরফেও পরিস্থিতির ওপরে কড়া নজর রাখা হচ্ছে। বন্যার আশঙ্কা রয়েছে এমন জেলাগুলোকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে পুজোর মুখে দুর্যোগের কবলে বাংলা।
Comments are closed.