শনিবার উচ্চ মাধ্যমিকের চতুর্থ পরীক্ষা। পাশাপাশি এদিন সকাল থেকেই আকাশ মেঘলা। কোথাও কোথাও শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যাতে কোনও অসুবিধা না হয়, তাই তৎপর পুলিশ। পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য ট্রাফিক কন্ট্রোল রুমে চালু হয়েছে হেল্পলাইন নম্বর। ১০৭৩, ১০০, ১১০, ১০৯০ নম্বরগুলিতে যোগাযোগ করে পাওয়া যাবে সাহায্য।
এদিন সকাল ১০টা থেকে শুরু হয়েছে বায়োলজি পরীক্ষা। শনিবার শহ কলকাতায় কোনও মিটিং, মিছিলের অনুমতি দেওয়া হয়নি।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে রাজ্যের ১৫টি রুটে অতিরিক্ত বাস নেমেছে। অতিরিক্ত মেট্রো চালানোর ব্যবস্থাও করা হয়েছে। ২৭ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন পর্যন্ত অতিরিক্ত মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমিয়ে দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেটাল ডিটেকটরের মাধ্যমে পরীক্ষা করে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই বছর প্রায় সাড়ে আট লক্ষের বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে কলকাতায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। জেলাগুলিতে কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়ায় থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
Comments are closed.