পুরভোটে নিরাপত্তার সিংভাগ দায়িত্ব রয়েছে কলকাতা পুলিশের উপর। সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে লালবাজার। সূত্রের খবর, ইতিমধ্যেই শহরের অতিস্পর্শকাতর এলাকার নাম জমা পড়েছে। ভোটে গন্ডগোল হওয়ার সম্ভবনা রয়েছে এমন উত্তেজনাপ্রবণ এলাকাগুলি নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে কলকাতা পুলিশ।
জানা গিয়েছে, অতিস্পশর্কাতর এলাকার তালিকায় রয়েছে, উত্তর কলকাতার বেলগাছিয়া, কাশীপুর অঞ্চল। এছাড়া দক্ষিণ কলকাতার বন্দর থানা, মেটুয়াবুরুজ সহ বেশ কয়েকটি অঞ্চল রয়েছে তালিকায়। ইতিমধ্যেই পুরভোটের নিরাপত্তা নিয়ে অফিসারদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। জানা গিয়েছে, প্রতিটি থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে নিজের নিজের থানার আওতায় উত্তেজনপ্রবণ এলাকার নামের তালিকা প্রস্তুত করে লালবাজারে জমা দিতে।
উল্লেখ, পাভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিমকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি। যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আপাতত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই পুরভোটে।
Comments are closed.