সংস্কারের জন্য আংশিক যান নিয়ন্ত্রণ করা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে। তবে এবার পুরোপুরি বন্ধ রাখা হবে সেতু। জানা গিয়েছে, মোট ১৬ বার সেতু বন্ধ রাখা হবে। যার মধ্যে প্রথম বৃহস্পতিবার সেতু বন্ধ রাখা হবে। এদিন রাত ১টা থেকে ৩টে পর্যন্ত সেতুতে পুরোপুরি যান চলাচল বন্ধ রাখা হচ্ছে।
এতদিন সংস্কারের জন্য আংশিকভাবে বন্ধ রাখা হচ্ছিল সেতু। বাস এবং ছোট গাড়ি চললেও পণ্যবাহী গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। তবে রোপ এবং বিয়ারিং বদলের কাজ হবে। যার জন্য পুরোপুরি সেতু বন্ধ রাখতে হবে বলে জানা গিয়েছে। সেতু বন্ধ থাকায় যানজটের আশঙ্কা করা হচ্ছে। যদিও রাতের দিকে কাজ করা হবে। যে কারণে তেমন যানজট হবে না বলে ট্রাফিকের পক্ষে জানানো হয়েছে।
সেতু বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে পণ্যবাহীগাড়িগুলো বম্বে রোড, দিল্লি রোড, নিবেদিতা সেতু, ডানলপ, বিটি রোড হয়ে কলকাতায় আসছে। সেই সঙ্গে বিকল্প রাস্তা হিসেবে ভিআইপি রোড হয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েকেও ব্যবহার করা হবে।
Comments are closed.