স্বাস্থ্য পরীক্ষা ও মেরামতির জন্য বন্ধ দুই দিন বন্ধ থাকার কথা ছিল বিদ্যাসাগর সেতু। কিন্তু জানানো হয়েছে আপাতত বন্ধ থাকছে না এই সেতু। জানা গিয়েছিল ২৯ এপ্রিল অর্থাৎ শনিবার এবং ৩০ এপ্রিল অর্থাৎ রবিবার রাতে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু) বন্ধ থাকবে।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ কিছু কারণে আপাতত এই দুইদিন সেতু মেরামতির কাজ ও স্বাস্থ্য পরীক্ষা বন্ধ থাকবে। এই দুইদিন সেতু বন্ধ না থাকার কারণে যান চলাচল স্বাভাবিক থাকবে। কবে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত এবং রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার কথা ছিল। কম রুট দিয়ে গাড়ি যাবে তাও জানিয়ে দেওয়া হয়। রাতে বহু পণ্যবাহী যান চলাচল করে বিদ্যাসাগর সেতু দিয়ে। ফলে চালকদের সমস্যা হত। কিন্তু আপাতত বাতিল সেতু মেরামতি ও স্বাস্থ্য পরীক্ষার কাজ।
Comments are closed.