করোনা মুক্ত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা, হাসপাতাল থেকে ফিরলেন বাড়ি
করোনামুক্ত হলেও আগামী সাতদিন মীরা ভট্টাচার্যকে হোম আইসলেশনে থাকতে হবে। মানতে হবে একাধিক বিধি নিষেধ।
করোনা মুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। রবিবার সকালেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল, অবশেষে সোমবার সকাল ১১টায় তাঁকে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে নিয়ে আসা হয়।
করোনামুক্ত হলেও আগামী সাতদিন মীরা ভট্টাচার্যকে হোম আইসলেশনে থাকতে হবে। মানতে হবে একাধিক বিধি নিষেধ।
দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে গৃহবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কয়েকদিন আগেই তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। করোনা টেস্ট হয় তাঁর। মীরা দেবীর শরীরেও কোভিড লক্ষণ থাকায় তাঁরও টেস্ট করানো হয়। দু’জনেরই রিপোর্ট পজেটিভ আসে।
বয়স এবং শারীরিক অবস্থার জন্য বুদ্ধদেব বাবুকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। রাজি হননি তিনি।
স্ত্রী মীরা ভট্টাচার্যকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর বেশ কিছু টেস্ট হয়।
জানা যাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল।
Comments are closed.