বুকে ব্যথা নিয়ে এইএমসে ভর্তি মনমোহন সিংহ, প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল, জানালেন চিকিৎসকরা
বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। দিল্লির এইমস সূত্রে খবর, রবিবার রাত ৮ টা ৪৫ নাগাদ বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন দেশের দু’বারের প্রধানমন্ত্রী। তাঁকে কার্ডিও-থোরাসিক বিভাগের প্রফেসর ডাঃ নীতীশ নায়েকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। সোমবার সকালে এইমসের তরফে জানানো হয়, মনমোহন সিংহের শারীরিক অবস্থা স্থিতিশীল।
মার্চ মাসে করোনার কারণে পার্লামেন্টের অধিবেশন মুলতুবি হওয়ার সময় থেকে অসুস্থ ছিলেন ৮৭ বছরের কংগ্রেস সাংসদ। তাঁকে পুরোপুরি বেড-রেস্টে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। ১৯৯০ এবং ২০০৯ সালে তাঁর দু’বার বাইপাস সার্জারি হয়েছে। ডায়াবেটিসেরও সমস্যা রয়েছে মনমোহন সিংহের।
প্রাক্তন প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে ট্যুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন বহু রাজনৈতিক নেতা-নেত্রী। মনমোহনের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল সহ অনেকে। আরোগ্য কামনা করেছেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব এবং তাঁর ছেলে তেজস্বী যাদবও।
Comments are closed.