ঠিক এক বছর আগে কলকাতার দূর্গা পূজাকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। এবার তারই বর্ষপূর্তি উদযাপন করল ফোরাম ফর দুর্গোউৎসব কমিটি। বৃহস্পতিবার টাউন হলে কমিটির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শহরের বিশিষ্টজনেদের সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে কয়েকজন শিল্পীকেও কমিটির তরফে সম্মান জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু, সাংসদ মালা রায়, আরেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাসাবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ তপতী গুহঠাকুরতা। হেরিটেজ স্বীকৃতি পাওয়ার নেপথ্যে যাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে শিল্পী বন্দনা সাহা, শ্রীধর দাসকেও সম্মান জানানো হয়। সম্মান জানানো হয় মৃৎশিল্পী স্বর্গীয় রমেশ চন্দ্র পালকেও।
আগামী বছরের পুজো নিয়েও এদিনের অনুষ্ঠানে নানান আলোচনা হয়। কমিটির প্রায় সব সদস্যই এদিন বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Comments are closed.