বিধিনিষেধ জারিতেও বদলাচ্ছে না ভোটের দিন। নির্ধারিত দিন অর্থাৎ ২২ জানুয়ারিই রাজ্যের চার পুরসভার ভোট হবে। সোমবার কমিশন সূত্রে এমনটাই জানানো হয়েছে।
করোনার তৃতীয় ঢেউ রুখতে সোমবার থেকে ফের কড়া বিধিনিষেধের পথে হেঁটেছে রাজ্য। রবিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিক বৈঠক করে বিধিনিষেধ নিয়ে বিস্তারিত জানিয়েছেন। এই আবহে চন্দননগর, বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি পুরসভায় কীভাবে ভোট হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সূত্রের খবর, বিধিনিষেধের নিয়কানুন মেনে কীভাবে ভোট করানো যায়, তা নিয়ে তড়িঘড়ি কমিশন একটি বৈঠক ডেকেছে। এদিন দুপুর ৩টে থেকে বৈঠক হওয়ার কথা। হাইভোল্টেজ এই বৈঠকে নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্যসচিব। ভার্চুয়াল এই বৈঠকে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠক শেষে ভোট পদ্ধতি নিয়ে কমিশন কী জানায় এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।
Comments are closed.