ভুয়ো পরিচয় দিয়ে ম্যাট্রিমোনিয়াল সাইটে মহিলাদের সঙ্গে আর্থিক প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

জনপ্রিয় ম্যাট্রিমোনিয়াল সাইটে ভুয়ো পরিচয় দিয়ে একাধিক মহিলার সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার ১। কলকাতা পুলিশ সূত্রে খবর, এবিপি ওয়েডিংস নামে ম্যাট্রিমোনিয়াল সাইটে একটি প্রোফাইল খোলেন শুভেন্দু রায়চৌধুরী নামে এক ব্যক্তি। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার ওই বাসিন্দা এবিপি ওয়েডিংসে নিজের ভুয়ো পরিচয় দেয়। প্রোফাইলে নিজের শিক্ষাগত যোগ্যতার জায়গায় গণিতে পিএইচডি এবং পেশায় পদস্থ সরকারি কর্মচারী বলে মিথ্যা পরিচয় দেওয়া হয়। অভিযোগ, এরপর বিভিন্ন জায়গার একাধিক মহিলার সঙ্গে আলাপ করে তাঁদের কাছ থেকে টাকা নিত শুভেন্দু। কিন্তু বিয়ে করতে বললেই বেঁকে বসত সে। এমনকী টাকা ফেরত দেওয়ার কথা উঠলেই মহিলাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করত। এমনই অভিযোগে গত ১০ ই অগাস্ট শ্যামপুকুর থানার দ্বারস্থ হন এক অভিযোগকারিণী। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এইভাবে বেশ কয়েকজন মহিলার সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন শুভেন্দু রায়চোধুরী। তারপরই অভিযুক্ত যুবককে খুঁজে বের করে তাকে গ্রেফতার করে পুলিশ।

Comments are closed.