‘ডায়মন্ডহারবার মডেল’ নিয়ে গর্ব অভিষেকের, নিজের সংসদীয় এলাকায় কোভিড গ্রাফ ৩ শতাংশ নীচে হওয়ায় খুশি সাংসদ

নিজের সংসদীয় এলাকা ডায়মন্ডহারবারে করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় খুশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। সোমবার একটি ফেসবুক পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, গঙ্গাসাগর এবং কলকাতার কাছে হয়েও ডায়মন্ডহারবারে সংক্রমণের হার ৩ শতাংশের নীচেই রয়েছে। সহযোগিতার জন্য ডায়মন্ডহারবারের মানুষকে ধন্যবাদ।

নিজের সংসদীয় এলাকা ডায়মন্ডহারবার মডেলে জারি হয় বেশ কিছু নিষেধাজ্ঞা। ভিড় জায়গায় যাওয়ার ক্ষেত্রে দুটি করে মাস্ক বাধ্যতামূলক করেন তিনি। প্রত্যেক ওয়ার্ড এবং পঞ্চায়েত এলাকায় ‘দুয়ারে ভ্যাকসিন’, ‘ডক্টরস অন হুইল’-এর মত পরিষেবা চালু হয়। আর এই কারণেই ওই সংসদীয় এলাকায় হু হু করে নামছে করোনার সংক্রমণ।

কয়েকদিন আগেই ডায়মণ্ডহারবারের করোনা পরিস্থিতি নিয়ে জেলাশাসক ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জি। বৈঠক থেকে বেরিয়ে এসে অভিষেক বলেন, করোনা পরিস্থিতিতে আগামী ২ মাস যেকোনো জমায়েত, বন্ধ থাকা উচিত। মেলা হোক বা রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত। যদিও এটা তাঁর ব্যক্তিগত মত বলেই জানিয়েছিলেন অভিষেক।

এরপর স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে ডায়মন্ডহারবারের ৩০ হাজার করোনা টেস্ট করানোর কথা বলা হয়। কিন্তু ৫০ হাজার মানুষের করোনা পরীক্ষা হয় একদিনে। এবার নিজের সংসদীয় এলাকায় করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় খুশি হলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

Comments are closed.