সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন নির্বিঘ্নেই, কড়া পুলিশি নজরদারি, ব্যবহার ড্রোনের, দেখুন ফটো গ্যালারি
সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন কাটল নির্বিঘ্নেই। গোটা রাজ্যেই পথে পথে কড়া নজর রেখেছিল পুলিশ। চৌরাস্তার মুখে পুলিশের ব্যারিকেডে আটকেছে রাস্তায় বেরোনো সমস্ত গাড়ি। কারণ জানতে চেয়েছে পুলিশ। সন্তুষ্ট হলে তবেই মিলেছে যাওয়ার ছাড়পত্র। একই চিত্র ছিল জেলা থেকে শহর কলকাতায়।
অন্যান্য লকডাউনের মতোই এদিনও জন সমাগম খুঁজতে ড্রোন উড়িয়েছে পুলিশ। ড্রোনে এলাকা বেছে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। সারাদিন দফায় দফায় বৃষ্টির কারণে এমনিতেই মানুষ ছিলেন ঘরমুখো। যদিও পুলিশকে বোকা বানানোর চেষ্টাও কয়েক জায়গায় দেখা গিয়েছে।
বেহালা এলাকায় সাইকেল আরোহীকে থামায় পুলিশ। তিনি বলেন জরুরি ওষুধ আনতে যাচ্ছেন। কিন্তু প্রেসক্রিপশনে দেখা যায় তা ৬ বছরের পুরনো। পুলিশ ওই ব্যক্তির ঘাড়ে সাইকেল তুলে দেয়। সেভাবেই বাড়ি ফেরেন তিনি। বেশ কয়েক জায়গায় পুলিশ মৃদু লাঠিপেটাও করেছে।
Comments are closed.