ট্যুইটার কিনেই এলন মাস্ক ঘোষণা করেছিলেন, ব্লু টিক পেতে গেলে গুনতে হবে টাকা। সম্প্রতি তাবড় তাবড় ব্যক্তিত্ব ব্লু টিক হারিয়েও ফেলেছিলেন। গ্যাটের কড়ি খরচ করে অনেকেই তা ফিরে পেয়েছেন। যা নিয়ে এখনও হৈচৈ চলছে। এসবের মধ্যেই প্রকাশ্যে এল মার্কিন ধনকুবের নতুন ‘ফরমান’। এবার থেকে ট্যুইটারে খবর পড়তে গেলেও ব্যবহারকারীদের টাকা দিয়ে পড়তে হবে।
সম্প্রতি এলন মাস্ক জানিয়েছেন, এবার থেকে ট্যুইটারে পোস্ট হওয়া কোনও খবরের লিঙ্কে ক্লিক করে পড়তে গেলে সাধারণ ব্যবহারকারীদের পয়সা খরচ করতে হবে। সাধারণত, সারা পৃথিবীরই সংবাদমাধ্যমগুলোর ট্যুইটারে একাউন্ট রয়েছে। সংবাদমাধ্যমগুলো সেখানে তাদের খবরের লিঙ্ক ট্যুইট করে থাকে। এবার থেকে সেই খবর পড়ার জন্য প্রতি ক্লিক পিছু পয়সা গুনতে হবে ব্যবহারকারীদের।
মাস্কের যদিও দাবি, এটা শুধু ট্যুইটারের মুনাফার কথা ভেবেই করা হচ্ছে না। ব্যবহারকারীরা যে টাকাটা দেবেন, তার একটা অংশ সংবাদমাধ্যমগুলোও পাবে। এতে করে প্রচুর ভিন্ন ধারার নিউজ পোর্টাল রয়েছে, যারা লাভবান হবে। তবে কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
ট্যুইটার কেনার পর থেকেই নানান কারণে খবরের শিরনামে উঠে আসছেন এলন মাস্ক। কখনও কর্মী ছাঁটাই করে। কখনও প্রাক্তন সিও-র সঙ্গে আইন লড়াইতে গিয়ে। মাঝে তো একবার ট্যুইটারের লোগো পর্যন্ত পাল্টে ফেলেছিলেন। যদিও পরে মাস্ক ঘনিষ্ঠরা জানিয়েছেন, ওটা আসলে এলনের ‘এপ্রিল ফুল’ ছিল। এবার ফের একবার নয়া ফরমান জারি করে বিতর্কের প্রথা জারি রাখলেন টেসলা কর্তা।
Comments are closed.