রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেনে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরা। সরকারী, বেসরকারী সব ধরনের স্বাস্থ্যকর্মীরাই উঠতে পারবেন ট্রেনে। তবে ট্রেনে ওঠার আগে স্বাস্থ্যকর্মীদের দেখাতে হবে পরিচয়পত্র। রাজ্যের আবেদনে সায় দিয়ে এমনই সিদ্ধান্ত ডিআরএমের।
ডিআরএমের তরফে জানানো হয়েছে, পরিচয়পত্রের পাশাপাশি অনুমতিপত্রও সঙ্গে রাখতে হবে স্বাস্থ্যকর্মীদের। রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেনে স্বাস্থ্য কর্মীদের ওঠার অনুমতি চেয়ে হাওড়া-শিয়ালদহ ডিভিশনের কাছে আবেদন করেছিল রাজ্য সরকার। সেই আবেদনে সায় দিয়েছে ডিআরএম।
রাজ্যে বন্ধ সমস্ত লোকাল ট্রেনের পরিষেবা। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। সমস্যার মুখে পড়েছেন স্বাস্থ্যকর্মীরাও। করোনা যুদ্ধে সামনের সারিতে থাকা যোদ্ধাদের জন্য রেলকর্মীদের জন্য চলা স্পেশ্যাল ট্রেনে স্বাস্থ্যকর্মীদের উঠতে দেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। এবার সেই অনুমতিতে সায় দিল ডিআরএম।
Comments are closed.