এবার থেকে দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে কর্মসংস্থানের হদিশ, জানুয়ারির ২ তারিখ থেকে শুরু ক্যাম্প

দুয়ারে সরকার ক্যাম্পেই মিলবে কর্মসংস্থানের হদিশ। কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে রাজ্যের বেকারদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। আর এই প্রশিক্ষণের পরেই মিলবে কর্মসংস্থান। জানুয়ারি মাসের ২ তারিখ থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকেই এই কর্মসূচির সূচনা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে ডিরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং দফতর।

কারিগরি শিক্ষা দফতরের তরফে জানা গেছে, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে মাসে ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। কারিগরি শিক্ষা দফতর জানিয়েছে, করোনা ভাইরাসের জন্য এই কাজ শুরু করতে দেরি হয়েছে। তাই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই কাজ করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, সরকারের মূল লক্ষ্য শিল্প এবং কর্মসংস্থান। সেইমত শুরু হয়েছে কাজ। কারিগরি শিক্ষা দফতর ‘আমার কর্মদিশা’ নামে একটি অ্যাপ তৈরি করেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কারিগরি শিক্ষা দফতরের কর্মীরা এই অ্যাপের মাধ‌মেই কর্মসংস্থানের বিষয়ে বেকারদের সাহায্য করবেন। ওই শিবিরগুলিতে বিভিন্ন বেসরকারি সংস্থাকেও সামিল করা হয়েছে। প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে এই বেসরকারি সংস্থাগুলিই। এই প্রশিক্ষণ পাওয়ার জন্য কোনও খরচা করতে হবে না। প্রশিক্ষণ পাওয়ার পর যুবক-যুবতীরা তাঁদের যোগ্যতা ও ইচ্ছা অনুযায়ী কাজ বেছে নেবেন।

Comments are closed.